নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত টুটুল শেখ

নিহত টুটুল শেখ

সাভারের আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর টুটুল শেখ (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নলামের ডগরতলী ইটখোলা এলাকার বংশি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী স্কুলে দশম শ্রেণীর ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চার বন্ধু মিলে বংশি নদীতে মাছ ধরতে গিয়েছিল টুটুল শেখ। মাছ শিকার শেষে চারজনই সাঁতার দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করে। এসময় তিন জন নদী পার হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১টি ইউনিট তাকে উদ্ধার অভিযান চালায়। পরে রাতে আলো স্বল্পতার কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ দুপুরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফি উদ্দিন।