সাদুল্লাপুরে ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক, তীব্র যানজটে দুর্ভোগ চরমে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক। ছবি: বার্তা২৪.কম

ব্যবসায়ী-পরিবহনের দখলে সড়ক। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার সাদুল্লাপুর শহরের প্রবেশদ্বারের মূল সড়কগুলো দখলে নিয়েছে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পরিবহন চালকরা। সড়কের দু’পাশে অবৈধভাবে দখলদারির কারণে প্রায়ই লেগে থাকে তীব্র যানজট। ফলে পথচারীদের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে সোমবার (৯ অক্টোবর) সাদুল্লাপুর শহরের কাঁচামালের আড়ৎ থেকে হাইস্কুল মার্কেট সড়ক পর্যন্ত দেখা যায় যানজটের চিত্র। এসময় ভোগান্তিতে পড়া মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন।

সড়ক দখল নিয়ে চলছে ফল ব্যবসা। ছবি: বার্তা২৪.কম

স্থানীরা জানায়, শহরের চৌমাথা মোড় সংলগ্ন দুটি সড়ক দখল নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে কিছু সংখ্যক ফল-মূল ব্যবসায়ী। একই সঙ্গে বিভিন্ন হকাররাও সড়কের দু’পাশে দাঁড়িয়ে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করে আসছে। এছাড়া ইসমাইল হোসেন সুপার মার্কেট, পাবলিক লাইব্রেরি, মডেল হাইস্কুল, পোস্টঅফিস সংলগ্ন সড়ক দখল করে বানিয়ে নিয়েছে ভ্যান-রিকশা, অটোবাইক ও সিএনজি স্ট্যান্ড।

জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সড়ক পারাপার ও চলাচল করছে । ছবি: বার্তা২৪.কম

শুধু তায় নয়, সাদুল্লাপুরে বিভিন্ন শহর-বন্দর থেকে ছেড়ে আসা পরিবহনগুলো অবাধে যাত্রী উঠানামা করে সড়কের ওপরে। দীর্ঘদিনের এমন পরিস্থিতির কারণে হরহামেশাই লেগে থাকে তীব্র যানজট। সৃষ্ট যানজটের কবলে অ্যাম্বুলেন্স, অন্যান্য রোগীবাহী পরিবহন, শিক্ষার্থী, সাধারণ পথচারী ও প্রাতিষ্ঠানিক কর্মরত ব্যক্তিরা আটকা পড়ে যায়। এতে নির্ধারিত সময় নষ্টসহ চরম ভোগান্তির শিকার হন তারা। অনেকে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করাসহ চলাচলা করছেন নানান দিকে।

সড়ক দখল করে ভ্যান-রিকশা, অটোবাইক, সিএনজি স্ট্যান্ড। ছবি: বার্তা২৪.কম

বিদ্যমান পরিস্থিতিতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মানুষরা এমন দুর্ভোগের শিকার হলেও, প্রশাসন কিংবা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছে নিরব
ভূমিকায়। যেন অভিভাবহীন সাদুল্লাপুর শহরটি। তবে সৃষ্ট এই যানজট নিরসনে উপজেলা প্রশাসনের সভায় একধিকবার আলোচনা করলেও, সেটির কোন বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

এবিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্লাপুর উপজেলা শাখা প্রতিষ্ঠাতা তোফায়েল হোসেন জাকির বলেন, প্রশাসনের হস্তক্ষেপে সড়ক থেকে অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করাসহ উল্লেখিত পরিবহন স্ট্যান্ডগুলো অন্যত্র অপসারণ করা হলে তখনি নিরসন হতে পারে যানজট।

সাদুল্লাপুর বাজার বনিক সমিতি সভাপতি শফিউল ইসলাম স্বপন বার্তা২৪.কম’কে জানান, এ শহরে দিনদিন যানজট বাড়ছে। এটি নিরসন করা দরকার।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ বার্তা২৪.কম’কে বলেন, যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

   

বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাভারের আশুলিয়ায় একটি বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর নাম আনজু খাতুন (৩১)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগোয়া ইনিয়নের মৃত মনোয়ার হোসেনের মেয়ে।

নিহত আনজু খাতুন আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

;

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত আবুল কালাম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাত-আটজনের একটি গরু পাচারকারীর দল ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেট পাড়া নামক স্থানে যায়। হঠাৎ ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আবুল কালাম। সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বার্তা ২৪ কমকে জানান, সীমান্তে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

;

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া উপজেলার বুড়িমারী স্টেশনপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহীসহ ২ জন পাটগ্রাম থেকে বুড়িমারী যাওয়ার সময় উপজেলার বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজ এলাকায় বুড়িমারী-লালমনিরহাটগামী পাকা রাস্তায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

আহতরা হলেন উপজেলার একই ইউনিয়নের স্টেশনপাড়া এলাকার আব্দুল মালেক ছেলে ওলিউর রহমান অলু (৪০) ও আব্দুল খলিলের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন, পাটগ্রামে থেকে আসার পথে কল্লাটারী উচা ব্রিজে কয়েকজন লোককে পড়ে থাকতে দেখতে পাই। গাড়ি থেকে নেমে দেখি একজন মারা গেছেন আর দুজন মোটরসাইকেলসহ পড়ে আছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্লাটারী উচা ব্রিজ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছেন।

;

তেঁতুলিয়ায় জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। সে ছোট থেকে মহল্লা জোত গ্রামে নানা আজিজুলের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলা টি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে স্পৃষ্ট হয়ে তারসহ পানিতে পড়ে যান। এতে করে ক্ষেতের পানিও বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

;