আশুলিয়ায় ৯ আইপিএল জুয়াড়ি আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত জুয়াড়িরা।

আটককৃত জুয়াড়িরা।

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আইপিএল ভিত্তিক অনলাইন জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর কামরুল। এর আগে ৮ নভেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- জামালপুর জেলার হেলাল (৩৯), হাফিজুর রহমান (৩৫), সিরাজগঞ্জ জেলার রুবেল মিয়া (২০), নেত্রকোনা জেলার হিরা (২৮), ঢাকা জেলার আবুল কালাম ওরফে আজাদ (৩৫), দিনাজপুর জেলার পারভেজ (২৮), ঢাকা জেলার বাহারুল (৩০), গাইবান্ধা জেলার রনি ও চাঁদপুর জেলার আজিজ ওরফে সবুজ (২৬)। তারা ওই এলাকায় ভাড়া থেকে নিয়মিত জুয়া খেলতেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আইপিএল ভিত্তিক অনলাইন জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ১টি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ৯টি মোবাইল এবং জুয়ার নগদ ১৯ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। তারা অবৈধভাবে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় আইপিএল ভিত্তিক অনলাইন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছিলেন।

বিজ্ঞাপন

র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর কামরুল জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।