নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য গ্রেফতার
গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে রাজু আহম্মেদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার রাজু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) মধ্য রাতে গাইবান্ধার কুপতলা বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১৩ এর বিশেষ আভিযানিক দল। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়।
রাজু আহম্মেদ গাইবান্ধা জেলা সদরের কুপতলা গ্রামের মৃত শহিদার রহমানের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গোপনে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজু জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর শহর ভিত্তিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য গ্রহণ করে আসছেন। এছাড়াও তিনি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতার এ জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।