আড়াইহাজারে ৪ হাজার হাঁসের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার গোপালদী মোল্লারচর এলাকায় একটি হাঁসের খামারে এ ঘটনা ঘটে। এক সাথে এতগুলো হাঁসের মৃত্যুতে খামারিদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

খামারের মালিক মকবুল হোসেন ও মামুন বলেন, ‘আমরা ২ জন মিলে নিজ বাড়িতে আড়াই লাখ টাকা খরচ করে একটি হাঁসের খামার গড়ে তুলি। খাকি ক্যামেল জাতের দুই দিনের বাচ্চা এনে আমরা লালন পালন শুরু করি। বর্তমানে হাঁসগুলোর বয়স ২ মাস। গত কয়েক দিন আগে খামারের কয়েকটি হাঁস মারা যায়। স্বাভাবিক মারা যাওয়ায় বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেইনি। কিন্তু গত ২৪ ঘণ্টায় একে একে ৪ হাজার হাঁস মারা যায়। স্থানীয় পশু ডাক্তার আনলেও তারা কিছু শনাক্ত করতে পারেনি।’

আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার বলেন, ‘হাঁসগুলো বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে মারা যেতে পারে। আমরা বিষয়টির খোঁজ খবর নিচ্ছি। অন্যান্য খামারিদের সতর্ক করা হচ্ছে।’

বিজ্ঞাপন