রাজধানীতে বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৩২
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে সহিংসতা ও ১০ বাসে আগুন দেওয়ার ঘটনায় ৯ থানায় দায়ের করা ১৪টি মামলায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ থানায় দায়ের করা ১৪টি মামলায় আসামি দুই শতাধিক।
এখন পর্যন্ত গ্রেফতার ৩২ জন। এর মধ্যে ২৮ জন রিমান্ডে রযেছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।
ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের সংগৃহীত ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।