যশোর বারে সম্পাদকসহ ১০ পদে আওয়ামী-সমর্থিতদের জয়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

যশোর বারে সম্পাদকসহ ১০ পদে আওয়ামী-সমর্থিতদের জয়

যশোর বারে সম্পাদকসহ ১০ পদে আওয়ামী-সমর্থিতদের জয়

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১০টিতে জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদের মধ্যে সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত বামপন্থীদের একমাত্র প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে দুইজন প্রার্থী জয় পেয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে যশোর আইনজীবী সমিতির ১নং ভবনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসমত হাসার জানান, সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত প্রার্থী কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী গাজি আব্দুল কাদির পেয়েছেন ১৫৪ ভোট। এই পদে অপর প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আরএম মঈনুল হক খান ময়না পেয়েছেন ১১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী শাহীনুর আলম শাহীন। তিনি ভোট পেয়েছেন ২৩৪টি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমএ গফুর পেয়েছেন ১৭০ ভোট।

বিজ্ঞাপন

এছাড়া সহ-সভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল (২০৪) ও জিএম আবু মুছা (১৯২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুল লতিফ (১৫৭) ও মঞ্জুর কাদের আশিক (১৬৬) ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল কায়েস (২৩৮), সহকারী সম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইট (২৭২) ও নাসির উদ্দিন (২১২) বিজয়ী হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নুরুজ্জামান খান ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী শহিদুল ইসলাম ভোট পেয়েছেন ১৭৮টি।

এছাড়া কার্যকরি সদস্য পদে মহাজোটের প্রার্থী রেজাউর রহমান (২৫৯), আব্দুল্লাহ আল মাসুদ (২৪৮), নব কুমার কুন্ডু (২১০), আরিফ শাহরিয়ার (২৪৩) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সেলিম রেজা (২৪৭) বিজয়ী হয়েছেন।