গাজীপুরে ৩ টন পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে ৩ টন পলিথিন জব্দ

গাজীপুরে ৩ টন পলিথিন জব্দ

গাজীপুরের টঙ্গীতে এমএইচটি ট্রেডার্স নামক একটি কারখানা থেকে তিন টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও প্রায় ৫০০ কেজি কাঁচামাল জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।

বিজ্ঞাপন

তিনি জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে এমএইচটি ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা, তিন টন পলিথিনের শপিং ব্যাগ ও প্রায় ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন