রংপুরে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংস্কার কাজের জন্য শুক্রবার ও শনিবার রংপুরসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ থাকবে না। ওইদিন ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চলন লাইন বন্ধ থাকবে। দুই দিনই সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন নেসকো-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এরআগে বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পাপি (নেসকো) লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, রংপুর ও এর আশেপাশের অঞ্চলে আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) এবং পরদিন শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দিন নয় ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছন্ন থাকবে। ওই সময়ে রংপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বাস কন্ডাকটর ও বাস পিটি পরিবর্তন কাজের অবশিষ্ট কাজ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংস্কার কাজের জন্য শুক্র ও শনিবার দুই দিনই সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না গ্রাহকরা। ওই দুই দিন ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চলন লাইন বন্ধ থাকবে। শুধু রংপুরই নয়, এই লাইন আশেপাশের যে জেলাগুলোতে রয়েছে সেখানেও ওই সময়টিতে বিদ্যুৎ থাকবে না।