গাইবান্ধায় যাত্রীবাহী বাসে ফেনসিডিল, আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃতরা। ছবি: বার্তা২৪.কম

আটককৃতরা। ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসআর ও হানিফ পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় মুস্তাফিজ মিয়া (২৯) ও ফরিদ মিয়া (৩০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাঁটামোড় নামকস্থানে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহন বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী ৪৮ বোতল ফেনসিডিলসহ মোস্তাফি মিয়াকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে হানিফ পরিবহন বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী ফরিদ মিয়াকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

আটকৃত মোস্তাফিজ মিয়া দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চকমোসা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও ফরিদ মিয়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ পাথর ডুবি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তা২৪.কম’কে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।