ধামরাইয়ে এনজিও কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
ঢাকার ধামরাইয়ে ইসমাইল হোসেন (২৫) নামের এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। এঘটনায় রাজিব নামের একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গাঁওতারা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত ইসমাইল হোসেন একই ইউনিয়নের আমরাইল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। তিনি একটি এনজিওর ক্রেডিট ফাংশনে কাজ করতেন।
আটক রাজিব ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে নেশায় আসক্ত হয়ে নানাবিধ অপরাধমূলক কাজ করতো।
পুলিশ জানায়, দুপুরে গাঁওতারা এলাকা থেকে এনজিওর ঋণের টাকা উঠিয়ে আমরাইল এলাকার দিকে বাইসাইকেলযোগে যাচ্ছিলো ইসমাইল। এসময় একই এলাকার রাজিবসহ তিনজন তার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে রাজি না হওয়া ইসমাইলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় দুইজন পালাতে সক্ষম হলেও রাজিব নামের একজনকে আটক করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক সেকেন্দার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। একই সাথে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।