স্মৃতিসৌধে গণমানুষের ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

স্মৃতিসৌধে গণমানুষের ঢল। ছবি: বার্তা২৪.কম

স্মৃতিসৌধে গণমানুষের ঢল। ছবি: বার্তা২৪.কম

জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সামরিক সচিবদের বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতি সৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সর্বপ্রথম রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন ও পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনী। এর পর জন সাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

বিজ্ঞাপন

সকাল থেকেই বাংলা মায়ের দামাল ছেলেদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে ভিড় জমিয়েছেন রাজনৈতিক, সামাজিক, ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

সৌধ প্রাঙ্গণে প্রেবশ করতেই জীবাণুনাশক টানেল ব্যবহার করে ভিতরে প্রবেশ করতে হয়। মাস্ক ছাড়া কোনভাবেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

জাতীয় স্মৃতিসৌধের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুুত করেছি। স্বাস্থ্য বিধি মেনে সকলকে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করেন তিনি।