নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন। ছবি: বার্তা২৪.কম

মানববন্ধন। ছবি: বার্তা২৪.কম

করােনা মহামারিতে নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ ও ভাড়াটিয়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভাড়াটিয়ার পরিষদের সভাপতি মােঃ বাহারানে সুলতান বাহার বলেন, “বছরের প্রথম মাস এলেই বাড়িওয়ালারা বাড়িভাড়া বৃদ্ধির একটি অলিখিত নিয়ম চালু করে রেখেছে। এ বছর করােনাভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ ভাড়াটিয়ারা এমনিতেই দিশেহারা। মরার উপর খারার ঘা হয়ে দেখা দিয়েছে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বাড়ি ভাড়া বৃদ্ধির নােটিশ। আমরা পূর্বেও দেখেছি এলাকা ভিত্তিক বাসার ধরণ অনুযায়ী ৫০০-৫০০০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়। বাসা পরিবর্তনের ধকল, নিজেদের কর্মস্থল এবং বাচ্চাদের স্কুল-কলেজের জন্য ভাড়াটিয়াদের বাড়িওয়ালার এই নির্মম অত্যাচার সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে করােনা মহামারির প্রকোপ শুরু হলে বাংলাদেশ সরকার গত মার্চ মাস থেকে সাধারণ ছুটি ঘােষণা করে। ছুটি দীর্ঘায়িত হওয়ায় বেসরকারি চাকরিজীবী ও ছােট ব্যবসায়ী ভাড়াটিয়ারা ব্যাপক বিপদের সম্মুখীন হন। এমতাবস্থায় সাধারণ ভাড়াটিয়াদের দুরবস্থার কথা বিবেচনা করে আমরা ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে করােনাকালীন ৩ মাসের বাড়িভাড়া ও দোকান ভাড়া মওকুফের মানবিক আবেদন জানাই। আমাদের আবেদনে সাড়া দিয়ে অনেক বাড়িওয়ালাই ভাড়া মওকুফ করেছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিজ্ঞাপন

ভাড়াটিয়ার পরিষদের সভাপতি বলেন, “করােনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে বাড়িভাড়া বৃদ্ধির মতাে অমানবিক কর্মকাণ্ড কোনভাবেই কাম্য হতে পারে না। আমরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকনির্দেশনামূলক ঘােষণা চাই। পাশাপাশি নতুন বছরে ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

ভাড়াটিয়া পরিষদের সভাপতি মােঃ বাহারানে সুলমান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মাে. কিরণ মৃধা, জামাল শিকদার, মাে. মাকসুদুর রহমান, মাে. আক্কাস, দেলােয়ার হােসেন জয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর মহাসচিব গােলাম মােস্তফা ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বােয়াফ’র সভাপতি কবির চৌধুরী তন্ময় প্রমুখ।