সৌদিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা ফিরতে পারবেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরে আসার সুযোগ পাবেন। দেশে ফিরতে তাদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ( ৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা ইতোমধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মরত।

বিজ্ঞাপন