আশুলিয়ায় ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি ময়লা পানির ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার অলিম্পিয়া মার্কেটের সামনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তের জন্য নিহতের ছবি বিভিন্ন থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার ড্রেন থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার এক হাতের পাঁচ আঙুল কাটা ছিলো। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহ গুম করার জন্য ড্রেনে ফেলে দেয়।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বার্তা২৪.কম-কে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।