নারায়ণগঞ্জে ফুলকলি সুইটসকে ৫ লক্ষ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফুলকলি সুইটসকে ৫ লক্ষ টাকা জরিমানা।

ফুলকলি সুইটসকে ৫ লক্ষ টাকা জরিমানা।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন বরাব এলাকায় অবস্থিত ফুলকলি সুইটস লি. এর ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে ফ্যাক্টরিতে লেবেলবিহীন বিভিন্ন উপকরণ দিয়ে মিষ্টি ও বেকারি খাবার প্রস্তুত করতে দেখা যায়। উৎপাদন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতিসহ তেলাপোকার বিচরণ লক্ষ্য করা যায়। রেফ্রিজারেটরে ময়দার খামির, মসলা মিক্সার ও রান্না করা খাদ্য একই সাথে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বার্তা২৪.কম

এছাড়া মানুষের খাদ্যের অনুপযোগী রং ও ফ্লেভার পাওয়া যায়, একইসাথে কিছু মেয়াদউত্তীর্ণ ফুড এডিটিভ ও পাউরুটি জব্দ করা হয়। এ সকল অপরাধে ফুলকলি সুইটস লি. কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ও উপকরণ ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ফুলকলি কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া,খাদ্য বিশ্লেষক ফারহানুল আলম, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক লিয়াকত আলী ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।