আনসার আল ইসলামের ৬ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে।
বুধবার (২০ জানুয়ারি) ভোররাতে নাচোল উপজেলার ফুরসেদপুর ও পাইতালি গ্রামে রাজশাহী মোল্লাপাড়া সিপিসি ক্যাম্পের র্যাব সদস্যরা এ অভিযান চালায়।
আটককৃতরা হলো- নাচোল উপজেলার ফুরসেদপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মো. মোত্তাকিম (৩৮), একই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে মো. আফজাল হোসেন ওরফে আফজাল (৫৫), মৃত মন্তাজুলের ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে শফিকুল (৫৩), মো.শফিকুল ইসলাম ওরফে শফিকুলের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে শহিদুল (২৫), মো. নজরুল ইসলামের ছেলে মো. বাইরুল ইসলাম ওরফে বাইরুল (৩৭) ও পাইতালি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. মাসুদ পারভেজ ওরফে পলাশ (৩৬)।
রাজশাহী র্যাব-৫ ক্যাম্প হতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্যরা সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার রাত ২টা থেকে বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত জেলার নাচোল উপজেলার ফুরসেদপুর ও পাইতালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মোল্লাপাড়া সিপিসি ক্যাম্পের র্যাব সদস্যরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।