সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডল মারা গেছেন
আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য মন্ডল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার, (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় আব্দুল মজিদ মন্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আব্দুল মজিদ মন্ডল দশম সংসদে সিরাজগঞ্জ-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। বর্তমানে তার ছেলে আব্দুল মমিন মন্ডল ওই আসনের সংসদ সদস্য।
আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল ১৯৪৮ সালের ৯ জুলাই সিরাজগঞ্জ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন মন্ডল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মজিদ মন্ডল এর মৃত্যুর খবর নিশ্চিত করেন বেলকুচির পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য বৃহস্পিতবার রাতে মারা গেছেন।
এদিকে মজিদ মন্ডল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তামাই ক্লাব লিমিটেড পরিবার। ক্লাবটির পক্ষ থেকে আব্দুল মজিদ মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।