রাজধানীতে তক্ষক উদ্ধার, গ্রেফতার ৭
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে র্যাবের সহযোগিতায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর। এ সময় তক্ষক পাচারচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (৩৪), মো. সজিব (২৩), মো. সাইফুল ইসলাম (৫৮), মো. ইউসুফ (৪১), মো. শাহাবুদ্দিন (৩৯), মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জাকির হোসেন (৪২)।
শনিবার (২৩ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শুক্রবার ২২ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
এ সময় তাদেরকে মোট ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবের কাছে জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা থেকে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়া দামে বিক্রয় করে আসছে।
পরবর্তীতে উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর-১ এ অবমুক্ত করা হয়।