খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এমন অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যখন সংসদ নেতা ছিলেন তখন তিনি সংসদে থাকতেন না। উনি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না

হুইপ বলেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি বার বার উচ্চ কণ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। তাদের সরকারের আমলের ব্যর্থতা ঢাকার জন্য, এই সরকারের সফলতা ম্লান করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বারবার করে এবং তার অন্যান্য সংসদ সদস্যরাও দুর্নীতির প্রশ্ন তোলেন। দুর্নীতিতে যারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, তাদের মুখে যখন দুর্নীতির অভিযোগ শুনি তখন হাসি ছাড়া কিছু পায় না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা জিয়াউর রহমানকে অসম্মান করার রাজনীতি করি না। আমাদের সুপ্রিম কোর্ট যখন জিয়াউর রহমান সাহেবকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে রায় দেয় তখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কিভাবে জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধার চোখে দেখবো।

স্বপন বলেন, টাকা পাচার আর ভোটের গল্প করেন মাননীয় সদস্য। কত টাকা নির্বাচনের আগে লন্ডন পাঠিয়েছে আপনাদের তৃণমূল। যে তৃণমূল জেলা-উপজেলার নেতারা বিএনপিকে ধরে রেখেছেন। বিএনপির জন্য অর্থ ব্যয় করছেন। সংগ্রাম করেছেন। প্রত্যেকটি আসনে একাধিক তৃণমূল নেতার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে আপনার প্রার্থীকে আগেই পঙ্গু করে দিয়েছেন। এদিকে যারা মাঠে খেলতে পারেনা তখন বলেন ১ আসনে তিন প্রার্থী এক আসনে ৪ প্রার্থী সবার কাছ থেকেই কালেকশন, কোথায় গেছে টাকা? আমরা টাকার খবর জানিনা সবাই জানে।

তিনি বলেন, বিএনপিকে যদি শক্তিশালী করতে চান। আমরাও চাই শক্তিশালী বিএনপি হোক, শক্তিশালী বিরোধী দল হোক। বিএনপিকে যদি শক্তিশালী করতে চান যে টাকা লন্ডনে পাচার করেছেন তৃণমূলের পকেট থেকে ওই টাকা ফেরত দেন। ওই কর্মীই জেগে উঠবে আপনার। টাকা ফেরত না দিয়ে নির্বাচন হবে না। আপনারা নির্বাচনের আগেই মাঠ ছেড়ে দেন। আগেই আপনার প্রার্থীকে সর্বশান্ত করে ফেলেন।

সরকার দলীয় এই হুইপ বলেন, বাংলাদেশ কোভিড মোকাবিলায় যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্য বিশ্ব মোড়ল আমেরিকাও দেখাতে পারে নাই। সেই সাফল্য বিশাল জনগোষ্ঠীর দেশ যুক্তরাজ্য দেখাতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দেখাতে পারে নাই।