রাজধানীতে 'হাজির কামলা' প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

রাজধানীর ধলপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 'হাজির কামলা' প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। জাকাত পাওয়ার লোভ দেখিয়ে নিম্নবিত্ত মহিলাদের স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিতেন তারা।

শনিবার (৬ ফেব্রুয়ারি)র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে ৫ ফেব্রুয়ারি সন্ধায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সবুজ (২৫), রোকশানা বেগম (২১), পপি আক্তার (২০), রুপা আক্তার (২০), জাহানারা বেগম ওরফে জানু (৪০), ৬। মোতাহার হোসেন মিলন (২৮), মো. মেহেদী হাসান ইমন (২৪), জাহিদ (২৮) ও আবুল হোসেন (৩২)। 

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে ২টি রুপার চেইন, ২ টি হাত ঘড়ি, ১০টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা 'হাজির কামলা' প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীসহ দেশে বিভিন্ন শহরে ২ জন পুরুষ ও ২ জন মহিলার সমন্বয়ে গঠিত এক একটি দলে বিভক্ত হয়ে সাধারণ নিম্নবিত্ত মহিলাদের জাকাতের টাকা পাওয়ার ব্যাপারে বিভিন্ন লোভ দেখিয়ে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তাদের স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।