করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার

করোনার টিকা নিলেন ডিএমপি কমিশনার

করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রোববার (৬ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের মাঠে সকাল সাড়ে ১০ টার দিকে টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

এ সময় কমিশনারসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণও টিকা নেন।

রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে এক হাজার ৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে টানা দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান।

বিজ্ঞাপন

আজ ঢাকায় ৫০টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ২১ ও দক্ষিণে ২৯ কেন্দ্র। এসব কেন্দ্রে ২০৬টি টিম কাজ করছে।