বেনাপোল সীমান্তে দুই বাংলর শ্রদ্ধায় প্রস্তুত শহীদ মিনার
এ বছরও বেনাপোল সীমান্তের শূন্য রেখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দুই বাংলার মানুষ। তবে করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে পালিত হচ্ছে দিবসটি। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সীমান্তের শূন্য রেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনার।
রোববার সকাল ১০টায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য ও ভারতের পক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ২০০২ সাল থেকে বেনাপোল সীমান্তের শূন্য রেখায় পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এদিকে অনুষ্ঠানে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভারতের ওপারে থাকছে পুলিশ ও বিএসএফের নিরাপত্তা। নোম্যান্সল্যান্ডে শূন্য রেখায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি দুই দেশের শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ ও ভারত অংশে পৃথকভাবে ভাষা শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে।