এইচ টি ইমামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
-
-
|
এইচ টি ইমাম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে মুজিব নগরে গঠিত বাংলাদেশের প্রথম সরকারের ক্যাবিনেট সেক্রেটারি এইচ টি ইমামের সাথে আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্টতা ছিল।
বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক এইচ টি ইমামের মৃত্যুতে জাতি অসাধারণ মেধাসম্পন্ন, প্রগতিশীল চেতনার অধিকারী একজন শ্রেষ্ট সন্তানকে হারালো। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতিতে এ প্রবীণ রাজনীতিবিদের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।