লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাটোরের লালপুরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন কবির (৪০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (০৭ মার্চ) সকাল ৮টায় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন কবির বগুড়ার ধুনট উপজেলার বেরিলাবাড়ি গ্রামের মো. জমসেদ আলীর ছেলে। তিনি রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থায় (ব্র্যাক) মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালের দিকে ব্র্যাক কর্মী শাহিন কবির মোটরসাইকেল নিয়ে কর্মস্থল রাজশাহীর পবা এলাকায় যাচ্ছিলেন। পথে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন