নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে নিহত ১, আহত ৫

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম)
  • |
  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) রাতে উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন শাওন (১৯)। তিনি ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের আহসান উল্লাহর পুত্র।

আহতরা হলেন- জোরারগঞ্জ থানার ৭ নং কাটাছড়া ইউনিয়নের তেমুহনী এলাকার সিদ্দিক আহমেদের পুত্র কামাল উদ্দিন (৬৫), ফেনীর সোনাগাজী থানার চরশাহী দিকারী গ্রামের নুরুন নবীর পুত্র নুর করীম হৃদয় (২২), নজরুল ইসলাম (২৪), মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের মাওলানা শহীদুল ইসলাম (৪০) ও বাঁশখালী গ্রামের সিএনজি অটোরিকশা চালক ইলিয়াস হোসাইন (৩৫)। কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, রাতে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টগামী নোহা মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-১১-৪১২৬ মুহুরী প্রজেক্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাইক্রোবাসের যাত্রীসহ ৫ জন আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। কামাল উদ্দিনের অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।