গাইবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সদর উপজেলার প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় প্রায় ১৫ বছর পূর্বে বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার (২০ মার্চ) এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, জেলা সিপিবির সদস্য মশিউর রহমান মইশাল, উত্তর গিদারী শাখা সিপিবি’র সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ১৫ বছর আগে বন্যায় পানির তোড়ে ব্রিজটি ভেসে গেলেও আজও কেন ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না- তা বোধগম্য নয়। ইউনিয়নবাসী বড় একটি অংশের মানুষ এই পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করে তারপরেও ব্রিজটি নির্মাণে কর্তৃপক্ষের গাফিলতি সীমা লঙ্ঘন করছে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেয়া হবে জানান তারা।

বিজ্ঞাপন