করোনায় আক্রান্ত তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এমনকি তার দুই ছেলে ও পুত্রবধূও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে সিমিন হোসেন রিমি রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন।

তার স্বামী মোস্তাক হোসাইন জানান, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে অনুষ্ঠানে যোগ দেন, তাতে অংশ নেওয়ার জন্য সরকারি নিয়ম অনুযায়ী গত ২৫ মার্চ সিমিন হোসেন রিমি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এসময় তার শরীরে করোনা সংক্রমণের কোনও লক্ষণ ছিল না। কিন্তু পরদিন (২৬ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্দি-জ্বর রয়েছে। সোমবার রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুরে তিনি উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রিমির করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর পরিবারের সদস্যরা নমুনা দিলে তাদের দুই ছেলে রাজিব হোসাইন ও রাকিব হোসাইন এবং তাদের স্ত্রীদের কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীসহ ছেলেরা এখন অনেকটাই সুস্থ আছেন। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।