লকডাউনে খামু কি? 

  • স্টাফ করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্যানচালক শাহাজাদা

ভ্যানচালক শাহাজাদা

নাম শাহাজাদা। বয়স ৩৬ বছর। বাড়ি নলছিটি উপজেলার পাওতা গ্রামে৷ পেশায় একজন ভ্যানচালক। বৈবাহিক জীবনে তাঁর স্ত্রীসহ দুই ছেলে ও তিন কন্যা রয়েছে। সবাই তার উপর নির্ভরশীল।

ভ্যান চালাইলে তরকারি জোটে, না চালাইলে ঘরে থাকা চাল রান্না করে কোন রকমের তিনবেলা চলে। সরকার ঘোষিত কঠোর লকডাউন মানার তার মন মানসিকতা থাকলেও পেটের দায়ে সকাল সকালই ভ্যান নিয়ে বের হতে হয় তার। 

বিজ্ঞাপন

লকডাউনে শহরে লোকজন নেই, দোকানপাট বন্ধ থাকায় মালামাল না টানায় আবার ভ্যান নিয়ে বাড়ি ফিরে আসতে হয় শাহাজাদাকে। 

ভ্যানচালক শাহাজাদা জানান, সরকার লকডাউন দিয়ে গাড়ি, ভ্যান-রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু মোরা ভ্যান রিকশা না চালাইলে খামু কি?

বিজ্ঞাপন

সরকার যদি চাল ডালের ব্যবস্থা করতো তাহলে ভ্যান না চালাইয়া বাড়ি বসে খাইতে পারতাম। লকডাউনের তিন দিনে কোন আয় নেই। বাকি চারদিন কিভাবে চলমু জানি না।