জরুরি পণ্য সরবরাহে চলছে কার্গো ট্রেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জরুরি পণ্যসরবারহে চলছে কার্গো ট্রেন/ছবি: নাভিদ ইশতিয়াক তরু

জরুরি পণ্যসরবারহে চলছে কার্গো ট্রেন/ছবি: নাভিদ ইশতিয়াক তরু

মহামারি করোনাভাইরাসের চলমান সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক লকডাউন চলছে। চলমান লকডাউনে অর্থনৈতিক গতি ঠিক রাখতে জরুরি পণ্য সরবরাহে আজও ঢাকা থেকে ছেড়ে গেছে পণ্যবাহী কার্গো ট্রেন।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এই পণ্যবাহী ট্রেন ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্য।

বিজ্ঞাপন
চলমান লকডাউনে অর্থনৈতিক গতি ঠিক রাখতে জরুরি পণ্য সরবারহে আজও ঢাকা থেকে ছেড়ে গেছে পণ্যবাহী কার্গো ট্রেন

চলমান করোনা পরিস্থিতিতে দেশের সব কলখানা কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। যার ফলে আমদানি ও রফতানি কাজ গতিশীল করার জন্য সারাদেশে পণ্যসরবারহ করার জন্য মালবাহী যান চলাচল করার অনুমতি দেয় সরকার। তার ধারাবাহিকতায় আজ কমলাপুর রেলস্টেশন থেকে মালবাহী কার্গো ট্রেন ছেড়ে যায় চট্রগ্রামের উদ্দেশ্য।