হেফাজত নেতা জালালের ১০ দিনের রিমান্ড আবেদন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২০১৩ সালের হেফাজত তাণ্ডবের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করেন। রিমান্ড শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ এপ্রিল) তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে। সেগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।