গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের বদরগঞ্জে গরুবোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে আনসার আলী (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আরও ৮ ব্যক্তি আহত হন। তাদের মধ্যে একজকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে ফুলবাড়ী-মিঠাপুকুর আন্ত মহাসড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনসার আলী মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট গেনারপাড়া এলাকার মৃত হেফাজ আলীর ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আনসার আলীসহ কয়েকজন ব্যবসায়ী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ হাট থেকে গরু কেনাবেচা শেষে ভটিভটি করে গরু নিয়ে মিঠাপুকুর এলাকায় ফিরছিলেন। এসময় ভটভটির চালক ফাঁকা সড়কে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েন। এতে ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনসার আলীর। তাৎক্ষণিকভাবে নিহতের মরদেহ নিয়ে যায় তার অপর সঙ্গীরা। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেরত আসে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভটভটির ইঞ্জিনের একটি যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ মিঠাপুকুরের বাড়িতে নিয়ে গেছে।

বিজ্ঞাপন