রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭৬, মৃত্যু ৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭৬, মৃত্যু ৩

রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৭৬, মৃত্যু ৩

  • Font increase
  • Font Decrease

রংপুর বিভাগের ৮ জেলায় একদিনে নতুন করে ৭৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। এ নিয়ে বিভাগের ৮ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫০৬ জন ও মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩৪ জন।

বুধবার (২১ এপ্রিল) বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর বিভাগের ৮ জেলায় ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৭৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের সকলের বাড়ি দিনাজপুর জেলায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের দুটি পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ৩৭, দিনাজপুরে ১৫, গাইবান্ধায় ৭, কুড়িগ্রামে ৭, লালমনিরহাটে ৫, নীলফামারীতে ৪ ও ঠাকুরগাঁও জেলায় ১ জন করোনা পজিটিভ হয়েছেন।

এ নিয়ে দিনাজপুুরে মোট আক্রান্ত ৫ হাজার ২৪৬ জন ও ১১৯ জনের মৃত্যু, রংপুরে ৪ হাজার ৫১৫ জন আক্রান্ত হওয়ার বিপরীতে ৭৭ জনের মৃত্যু হয়। গাইবান্ধায় ১ হাজার ৬৬১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬১৮ জন আক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু, নীলফামারীতে ১ হাজার ৪৯৮ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রামে ১ হাজার ১১৪ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৩২ জন আক্রান্ত ও ১২ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮২২ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগে এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ হাজার ৫০৬ জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৪ জন। এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দিনাজপুরে। এছাড়া সবচেয়ে কম আক্রান্ত পঞ্চগড়ে এবং মৃত্যু লালমনিরহাট জেলায়।

   

চট্টগ্রামে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোট কাস্টিং ভাল: ডিসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে উপজেলা নির্বাচনে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোট কাস্টিং ভালো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, 'আজকে চট্টগ্রামের ফটিকছড়ি, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ ভোটগ্রহণ হচ্ছে। জনসাধারণ ভোট দিতে আসছে। কিছু কিছু কেন্দ্র এখন পর্যন্ত কাস্টিং কম হয়েছে, আবার কিছু কিছু কেন্দ্রে বেশি হয়েছে। মহিলাদের কিছু কেন্দ্রে কম, এর জন্য গরম একটি কারণ হতে পারে।'

ডিসি বলেন, 'এখানে আমাদের যে দায়িত্ব একটি নির্বাচন উপলক্ষে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। 'ল' এবং অডারটি দেখে আমরা সেই কাজটি করছি। যাতে করে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এবং বিশ্বাস করতে পারেন এখানে নির্বাচন সুষ্ঠু হচ্ছে।'

দুপুরের পর ভোটার আরও বাড়ার আশা প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের ধারণা যে, বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে মধ্যাহ্ন ভোজের পর ভোটাররা ভোট দিতে আসবেন। এখন পর্যন্ত যে ভোট কাস্টিং হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যথেষ্ট। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের এই ভোটগ্রহনণের সংখ্যা এখন পর্যন্ত তুলনামূলক ভাল।'

হাটহাজারীর একটি কেন্দ্রে সংঘর্ষের প্রসঙ্গে ডিসি বলেন, 'আমাদের দেশে যে নির্বাচনী সংস্কৃতি এখানে দেখা যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক এবং কর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করে। এর থেকে অনেক সময় দেখা তাদের মধ্যে হট্টগোল হয়ে থাকে। আমরা হাটহাজারীর জোবরা কেন্দ্রে এ ধরনের একটি বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি। সেখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন এবং পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণে কোন সমস্যা হয়নি।'

এদিকে ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ তিন উপজেলা ২১ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।'

;

অসত্য তথ্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে: সাবেক সেনাপ্রধান আজিজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন বলে মন্তব্য করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, অসত্য তথ্যের ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি এমন কিছু করিনি যাতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সুনাম ক্ষুন্ন হবে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান।

নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের পক্ষ থেকে আগে কিছুই জানানো হয়নি দাবি করে সাবেক সেনাপ্রধান আজিজ বলেন, বিজিবি মহাপরিচালক এবং সেনাবাহিনীর প্রধান থাকাকালীন আমার ভাইয়েরা বা নিকটাত্মীয় কেউ এসব প্রতিষ্ঠানে ঠিকাদারি করেছে তার তথ্য প্রমাণ দিতে পারলে সব মেনে নেবেন।

তিনি দাবি করেন, কোনো তথ্য প্রমাণ ছাড়া তো অভিযোগ প্রমাণিত নয়। যুক্তরাষ্ট্র কীসের ভিত্তিতে কোন অভিযোগের ওপর ভিত্তিতে আমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে আইনি বা অন্য কোনো প্রক্রিয়া না যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোন আইনি প্রক্রিয়া বা প্রতিবাদ জানাবেন কী না, জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, আমি মনে করি এগুলো সত্য নয়। তাই এর প্রতিবাদ জানানোর প্রয়োজন মনে করছি না। তিনিসহ তার পরিবারের যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে তথ্য জানতে চাইলে, কোনো মন্তব্য করতে চাননি তিনি।

তিনি আরও বলেন, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সঙ্গে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত ওতপ্রোতভাবে। অভিযোগ দুইটা একই, কিন্তু এখানে বিস্তারিত বলা হয়নি।

আজিজ আহমেদ বলেন, আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তার কী কোনো ভিত্তি আছে? তারা বলেছে, আমি আমার পদ-পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি। আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে। তারা আমার বিরুদ্ধে যে-সব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক।

;

রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুর ঘটনায় একদিনের শোক পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে (রোববার) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

;

কসবায় কাপ পিরিচ প্রতীকে প্রকাশ্যে সিল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ছাইদুর রহমানের কাপ পিরিচ প্রতীকে প্রকাশ্যে চলছে সিল। মো. ছাইদুর রহমান আইনমন্ত্রী আনিসুল হকের আপন ফুফাত ভাই।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার মেহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরুষ বুথে প্রকাশ্যে সিল দিতে দেখা যায়। এসময় প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মেহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ২ নং বুথে গিয়ে দেখা যায়, একজন ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে সিল দিচ্ছে। প্রকাশ্যে সিল দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সমস্যা নাই বলে জানান। পরে বিষয়টি প্রিজাইডিং অফিসার সোলাইমানকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। পাশাপাশি তিনি সাংবাদিকদের যা পারেন করেন বলে ওই ভোটারকে ছেড়ে দিয়ে চলে যান।

অন্যদিকে কুটি অটল বিহারি উচ্চ বিদ্যালয়, মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেশিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট ও প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগ করেছেন আনারস প্রতীকের প্রার্থী রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন।

প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে প্রিজাইডিং অফিসার জানান, ওই ভোটারের ঘাড়ে ব্যথা থাকায় তিনি এভাবে ভোট দিয়েছেন। প্রকাশ্যে সিল দেওয়া অন্যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্যায় তবে কিছু করার নাই। আপনাদের যা ভাল লাগে করেন।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিওটি পেয়েছি। এটি যাচাই বাছাই করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে । বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

;