বরগুনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত, আটক ২
বরগুনায় সদর উপজেলায় আপন ভাতিজার শাবলের আঘাতে চাচা সুলতান (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় ভাতিজা মিরাজ ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধার দিকে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়। এর আগে গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১০টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল দশটার দিকে আদম আলীর ছেলে সুলতান মিয়া কলা গাছ লাগাতে যায়। কলা গাছ লাগাতে গেলে সুলতান মিয়ার ছোট ভাইয়ের ছেলে মিরাজ হোসেন ফয়সাল তাকে বাধা দেয়। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক মুহূর্তে ফয়সাল তার চাচাকে শাবল দিয়ে আঘাত করে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন সুলতান মিয়াকে আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। সেখানেও তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আমরা জানতে পারি খুনি ভাতিজা তার চাচার লাশের গাড়ির সাথে ঢাকা থেকে আসছে। আমরা তাৎক্ষণিক বরগুনা থেকে চৌকস একটি টিম মির্জাগঞ্জ গিয়ে রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে খুনি মিরাজ এবং তার বাবাকে আটক করি। তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।