তিস্তায় ধরা পড়ল ১০ কেজির আইড়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে জেলেদের জালে দশ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে দোয়ানী তিস্তা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটি এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে লোকজন। মাছটি দশ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। কয়েকজন মিলে মাছটি কেটে ভাগ করে নেয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার সকালে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে নামে। এ সময় তাদের জালে ১০ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়ে। জেলেরা মাছটি বড়খাতা বাজারে নিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করে।

এ বিষয়ে জেলে মতিয়ার রহমান বলেন, আমরা খবুই আনন্দিত। তবে তিস্তা নদীতে এত বড় মাছ সহজে ধরা পড়ে না। মাছটি দশ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে।

বিজ্ঞাপন