হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে পাজেরো জিপের ধাক্কায় শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে পাজেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। তিনি ঢাকায় একটি শপিং মলে চাকরি করেন। এই ঘটনায় পাজেরো জিপটিকে জব্দ করা হয়েছে।