ঈদের আমেজ দৌলতদিয়া ঘাটে!

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারা দেশ লকডাউন ঘোষণা করলেও তা মানছেন না কেউ। স্বাস্থ্যবিধি মানাতো দূরের কথা মাস্কই ব্যবহার করছেন না অনেক। আসন্ন ঈদুল ফিতরের আরও বেশ কয়েকদিন বাকি। কিন্তু এরই মাঝে প্রচন্ড চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটে। শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ চোখে পড়ার মতো।

শুক্রবার (৭ মে) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা খানজাহান আলী ফেরিতে কয়েক শত যাত্রী নদী পার হচ্ছে। যাদের কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। অন্যদিকে আরেকটি ফেরিতে দেখা যায় প্রায় ৩০-৩৫ টি ব্যক্তিগত গাড়ি রয়েছে। প্রতিটি ফেরিতেই এমন চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন
করোনাভাইরাস প্রতিরোধে সরকার সারা দেশ লকডাউন ঘোষণা করলেও তা মানছেন না কেউ

ঢাকা থেকে আসা যাত্রী মহিউদ্দিন বার্তা২৪.কমকে বলেন, আমি ছাত্র। ঈদের মধ্যে সব কিছু বন্ধ থাকবে তাই আগেই ঢাকা ছাড়ছি।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে কুলসুম বার্তা২৪.কমকে বলেন, আমরা চার বন্ধু মিলে একটা গাড়ি ভাড়া করে এসেছি। ঈদের মধ্যে মা-বাবার সাথে না থাকলে কেমন হয়ে যায় না। তবে একটু ঝুঁকি হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বার্তা২৪.কমকে বলেন, নদী পারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সবগুলো ফেরি চলাচল করছে।