মাস্ক না পরায় নিউমার্কেট এলাকায় ১৪ জনকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মে) এই জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ঈদের আগে স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকানপাট-বিপণিবিতান ও পরিবহন চালু করা হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। তাই স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রফিকুল হক বলেন, দোকান শপিংমলে ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এখানে ক্রেতা- বিক্রেতা মিলে ১৪ জনকে ১৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে জরিমানা করাই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং সচেতন করা।

বিজ্ঞাপন