সরকার অসহায় মানুষের পাশে আছে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনার সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। লকডাউনসহ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা ও ভিজিএফ চলমান রেখেছে। সরকার সর্বাবস্থায় অসহায় মানুষের পাশে আছে।
রোববার (৯ মে) দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টার চত্বরে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতা বা বিরোধী দলে, যে অবস্থায় থাকুক না কেন, আওয়ামী লীগ সর্বদা দেশের জনগণের পাশে থাকে। আওয়ামী লীগ সবসময় চিন্তা করে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, কিভাবে মানুষকে সহযোগিতা করতে হবে। প্রাকৃতিক বা করোনা দুর্যোগ আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ প্রত্যেকেই কিন্তু এই মানুষের পাশে দাঁড়িয়েছে।
পলক বলেন, জীবিকার প্রশ্নে সরকার করোনাকালীন কিছু নির্দেশনা শিথিল করেছে কিন্তু সুরক্ষার স্বার্থে নিজেদেরই উদ্যোগী হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।