সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নয়াবাড়িতে বন্ধ কারখানায় (নিকি ডাইং ফাক্টরি) গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন ।

শনিবার (২২ মে) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- আলম (২৫), মেহেদী হাসান (২৫), নাজির উদ্দিন (২০), হ্যাভেন চাকমা (২২) ও বশির আহমেদ (২৫)।

কারখানার মেকানিক্যাল টেকনিশিয়ান আলম বলেন, আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করি। রাতে আমি ঘুমিয়ে ছিলাম। পরে সিকিউরিটি গার্ড আমাকে ডেকে আনে। আমি আসার পর লিকেজ থেকে কিভাবে আগুন লাগে বলতে পারি না। এ ঘটনায় আমিসহ আরও ৪ জন অগ্নিদগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ ভাগ, আলমের ১৭ ভাগ, নাজিরের ২০ ভাগ, হ্যাভেন চাকমার ১৫ ভাগ ও বশিরের ৪৮ ভাগ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন।

   

আগামীতে পাইনাপেল সিল্কের দ্বার খুলতে পারে: দীপু মনি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সামজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের আশের মাধ্যমে আগামীদিনে যাতে পাইনাপেল সিল্কের দ্বার খুলতে পারে, সেজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতুটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চর-বেউথা এলাকায় অবস্থিত পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আলাপের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আলাপের প্রতিষ্ঠাতা মাসুদা আক্তার দীর্ঘদিন আনারস নিয়ে গবেষণা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি (মাসুদা) আনারসের পাতা ও আশ নিয়ে সিল্ক সুতা ও তাঁতের কাজ শুরু করেছেন। আনারসের পাতা ও আশ ফেলে না দিয়ে উন্নতমানের সুতা তৈরি করার জন্য তাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমরা যে কোন পদক্ষেপ নেওয়া আগে সরেজমিনে যাই। যে কারণে আজকে মানিকগঞ্জের পাইনাপেল সিল্কের কারখানা দেখতে এসেছি। পাইনাপেল কারখানার বিষয়ে আরও ভালো করে, খোঁজ খবর নেওয়া হবে।

এসময় সমাজসেবা অধিদফতরের গ্রেড-১ এর মহাপরিচালক ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

;

বালিয়াকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু শ্রমিক নিহত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু শ্রমিক নিহত

ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু শ্রমিক নিহত

  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাম্প ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন (১৭) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বহরপুর ইউনিয়নের বহরপুর কেন্দ্রীয় সার্বজনীন মহাশ্মশানের পাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

নিহত সবুজ বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের মো. আখতার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বহরপুর থেকে বালিয়াকান্দির দিকে যাওয়ার পথে অপর দিক থেকে আশা ডাম্প ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ডাম্প ট্রাকটিকে আটক করে বালিয়াকান্দি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

;

জাতীয় নির্বাচনের থেকেও উপজেলায় ভোটার উপস্থিতি বেশি হবে: ইসি আনিছুর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাতীয় নির্বাচনের থেকেও উপজেলায় ভোটার উপস্থিতি বেশি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইসি আনিছুর বলেন, জাতীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার উপজেলা নির্বাচনে উপস্থিত থাকবে। সেটা বড় একটা পার্সেন্টেজ (শতাংশ) হতে পারে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে আপনারা দেখেছেন তাপপ্রবাহের মধ্যেও ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। এসব নির্বাচনে ৭৯ পার্সেন্ট (শতাংশ) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। এবারের নির্বাচনগুলোতেও ভোটারের উপস্থিতি ভালো থাকবে।

এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য কারো আত্মীয় স্বজনের বিষয়ে আইনে বলা নেই। আইনে বলা আছে, যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি ভোটে অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন সে অংশগ্রহণ করতে পারবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ।

;

ডেমরায় চালকদের কাছে চাঁদা আদায়, গ্রেফতার ৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ডেমরায় পিকআপ ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. জামাল (২৫), মো. মিলন (২৭) ও রাকিব (২৮)।

মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার রাসেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর কিছু দুস্কৃতিকারীরা পিকআপ ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালকদের ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করছিল। সে সময় ডেমরা থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃদের নিকট থেকে ৯টি চাঁদা আদায়ের রশিদ, ৩টি লাঠি ও নগদ পাঁচশত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

;