যশোরে মুদি দোকানির রহস্যজনক মৃত্যু
যশোরের অভয়নগরে মোল্লা ইব্রাহিম আসাদ (৬৫) নামে এক মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মে) সকালে নওয়াপাড়া প্রফেসর পাড়ায় তার নিজস্ব বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে অভয়নগর পুলিশ।
নিহত ইব্রাহীমের দুই বউ আলাদা বাড়িতে বসবাস করেন। বড় বউয়ের ঘরে রয়েছে তিনটি মেয়ে এবং ছোট বউয়ের ঘরে একটি মেয়ে। প্রথম ঘরের বড় মেয়ে শামিমা নাসরিন পাপিয়া নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যাপিকা, মেজ মেয়ে রুমানা আফরিন ডালিয়া সম্প্রতি ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন। এবং ছোট মেয়ে মানসিক রোগী হওয়ায় তিনি বাড়িতেই থাকেন।
ইব্রাহিমের জামাতা রকিবুল ইসলাম খান জানান, কিছুদিন ধরে তার শ্বশুর মানসিক সমস্যায় ভুগছেন। নওয়াপাড়া বাজারে জনতা স্টোর নামে তার শ্বশুরের যে মুদি দোকান আছে সেখানে ভালো ব্যবসা হচ্ছিল না। এই কারণে দুই সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় টেনশনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন তার শ্বশুর।
মৃতের দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুন জানান, শনিবার রাতে এশার নামাজ শেষে খাবার খেয়ে প্রথম স্ত্রীর বাড়িতে চলে যান তার স্বামী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ছয়টায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইব্রাহীম গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না।