বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ।‌‌ এবার একদিনে নয়, টানা ১৪ দিন খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

বৃৃৃৃহস্পতিবার (৩ জুুন) দুপুরে জেলা সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিন ব্যাপী বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার মোট ২ হাজার ৭৮৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫বছর বয়সী মোট ৪ লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৪৩৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তব্য রাখেন- বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

বিজ্ঞাপন

এছাড়াও ভিটামিন ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন।