কোম্পানীগঞ্জে উপজেলা আ. লীগের ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা
সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগ ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে।
শনিবার (১২ জুন) দুপুর পৌনে ১২ টার দিকে ফেসবুব অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রীর ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু উপজেলা আ. লীগের পক্ষ থেকে এ ঘোষণা করেন।
এ সময় লাইভে তার সাথে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সেতুমন্ত্রীর ভাগনে আ. লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত।
উল্লেখ্য, শনিবার (১২ জুন) সকাল ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আ. লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা পথে বসুরহাট বাজারের প্রেসক্লাব কোম্পানীগঞ্জের একটু সামনে পৌঁছলে কাদের মির্জার গাড়ির মুখোমুখি হয়। এ সময় কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারী কেচ্ছা রাসেল, ডাকাত মাসুদ, খান, শিহাব, সজল, আরিফ, ওয়াসি