ভারত বাংলাদেশের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী: পরশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারত বাংলাদেশের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী: পরশ

ভারত বাংলাদেশের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী: পরশ

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই ভারতের জনগন আমাদের পাশে ছিলো উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং সুদিনের সাথী।

রোববার (২১ জুন) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ভারতের রাষ্ট্রদূতের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় শেখ ফজলে শামস পরশ জানান, দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে করোনার বিষয়ে ও ভারতের বর্তমান অবস্থা নিয়ে কথা হয়েছে।

ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম দোরাই স্বামী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে। আমরা করোনা ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছি। ভারতের করোনা পরিস্থিতি এখনো বিপজ্জনক পর্যায়ে। তাই বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে নির্দিষ্ট সময় আমরা এখনো বলতে পারছি না। তবে আশা করি তাড়াতাড়ি সমস্যা সমাধান হয়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে, ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম দোরাই স্বামী যুবলীগ কার্যালয় ঘুরে দেখেন। তাকে করোনাকালে যুবলীগের মানবিক কার্যক্রমের দুটি ডকুমেন্টারি দেখানো হয়।

এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।