বন্ধ হচ্ছে ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টার পর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে কোনো যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে না। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২১ জুন) করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালীন সময়ে এসব জেলায় ট্রেন থামবে না বলে জানানো হয়।

এরপর সোমবার (২১ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার রেলস্টেশনে ট্রেন থামবে না। মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জে স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।

বিজ্ঞাপন