কুমিল্লায় ২৫ শতাংশ ছাড়াল করোনা শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে জেলায় করোনা শনাক্তের হার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১০৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৫ দশমিক ১ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৫০ জন।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন শনিবার (২৬ জুন) কুমিল্লা শনাক্তের হার ছিলো ১৯.৭ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে জেলার লালমাই উপজেলার ২৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৭০ জন।

বিজ্ঞাপন

ডা. মীর মোবারক হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ৪০ জন, আদর্শ সদরে ১ জন, সদর দক্ষিণে ৩, বুড়িচংয়ে ১০, ব্রাহ্মণপাড়ায় ৩, চান্দিনায় ৬, চৌদ্দগ্রামে ৬, দেবিদ্বারে ৪, দাউদকান্দিতে ৫, লাকসামে ৪, লালমাইয়ে ২, নাঙ্গলকোটে ২, বরুড়ায় ৬, মনোহরগঞ্জে ১, মুরাদনগরে  ৩, মেঘনায় ৪, তিতাসে ৩ ও হোমনার ১ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এর মধ্যে নগরীর ২১ জন, দেবিদ্বারের ৫ জন ও নাঙ্গলকোটের ১৪ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৬১০ জন।