নওগাঁয় প্রকাশ্যে ভ্যান চালাচ্ছে করোনা রোগী
নওগাঁর বদলগাছীতে করোনা আক্রান্ত বাবু (৫৫) প্রকাশ্যে ভ্যান চালাচ্ছেন। তাকে ভ্যান চালাতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৮ জুন) সন্ধ্যায় তাকে ভ্যান নিয়ে বাজারে দেখা গেছে।
জানা যায়, ২০ জুন উপজেলার জিধিরপুর গ্রামের বাসিন্দা মৃত আলিম মন্ডলের ছেলে বাবু তার শারীরিক সমস্যা নিয়ে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার নমুনা পরীক্ষা করলে ২১ জুন করোনা শনাক্ত হয়। তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হলেও সেখান থেকে তিনি পালিয়ে যান। হাসপাতাল থেকে পালিয়ে ওই দিনই তিনি ভ্যান নিয়ে বের হন। আশপাশের লোকজন প্রতিবাদ করলে তিনি বাড়ি চলে যান। এ ঘটনার পর রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। বাড়ির সামনে লাল রংয়ের লকডাউনের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, আমি দুই দিন আগেও তার বাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি। তার বাড়িটি মনিটরিং করার জন্য উপজেলায় একটি টিম রয়েছে। তারপরও বিষয়টি আমি দেখছি।