বিধিনিষেধ মানাতে রংপুরে ওসির মাইকিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বিধিনিষেধ মানাতে রংপুরে ওসির মাইকিং

বিধিনিষেধ মানাতে রংপুরে ওসির মাইকিং

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে রংপুরে মাইকিং করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রংপুুুর নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করেন মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

রংপুর নগরীর স্টেশন রোড, কলেজ রোড, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড় ও প্রেসক্লাব মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে মাইকিং করা হয়। প্রচার মাইক থেকে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে করোনার বিস্তার রোধে মুখে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগমস্থল এড়িয়ে চলাসহ জ্বর, সর্দি, কাশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।

এদিকে নগরীর জনসমাগম কমাতে বাড়ানো হয়েছে তৎপরতা। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। গান ও কবিতার মাধ্যমে করোনার ভয়াবহতা তুলে ধরে স্বাস্থ্যবিধি মানাতে উদ্বুদ্ধ করা হচ্ছে সাধারণ মানুষদের।

বিজ্ঞাপন

তবে পুলিশি তৎপরতা থাকলেও বেশির ভাগ মানুষ উদাসীনভাবে চলাফেরা করছেন।

ওসি আব্দুর রশিদ বলেন, জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মেনে সমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ঘরে থাকতে ও প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক হবার আহ্বান জানানো হচ্ছে। ঘোষিত কঠোর লকডাউন শক্তভাবে কার্যকর করা হবে।