লকডাউনে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশপথে কঠোর অবস্থানে পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কঠোর অবস্থানে পুলিশ

কঠোর অবস্থানে পুলিশ

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে উপজেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পুলিশ চেকপোস্ট বসানো হয়। এসময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশপথ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগতদের ঠেকাতে প্রতিটি গাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর প্রথম দিনে আশুগঞ্জ টোলপ্লাজা, আশুগঞ্জ বাজার, রেলগেইট, আড়াইসিধাসহ বিভিন্ন বাজারে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। প্রথমদিনে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। পরের দিন থেকে আমরা আরো কঠোর অবস্থানে থাকব।

বিজ্ঞাপন