আশুগঞ্জে লকডাউন উপেক্ষা করেই চলছে সাপ্তাহিক হাট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনার বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়মিতভাবে বসছে সাপ্তাহিক হাট।

বুধবার (৭ জুলাই) আশুগঞ্জ বাজারে সকাল থেকেই এই হাট বসে। এসময় ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

এ সময় তাদের মুখে ছিল না মাস্ক, দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের প্রকোপ আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অবরিন্দ বিশ্বাস জানান, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশুগঞ্জ বাজার সহ কোথাও যেন হাট বসতে না পারে সেই বিষয়ে প্রতিনিয়ত মাইকিং ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এরপরেও হাটে লোকজন বেচা-কেনা করছে। আমরা যখন সেনাবাহিনীসহ বাজারে যাই তখন দোকান ফেলে সাবাই পালিয়ে যায়। পরে আমরা চলে আসলে আবার দোকান নিয়ে বসে ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন